থাকি, যখন যেখানে সুবিধে পাই সেখানেই থাকি;
যখন যার যা খুশি তাই বলে আমি কিছু মনে করিনা,
কারণ আমার কোনো অভিমান নেই।
আমি বিশ্বাস করি যে ব্যক্তি তার আপন মানুষকে আঘাত দিতে চায়না, সে কভু অভিমান করতে পারেনা।
যাকে ভালবাসে সে শত অবহেলা করলেও তাকে কভু ঘৃণা করতে পারেনা।
আমিও ঠিক তেমনি
আপন মনে করি তাই আমার কোনো অভিমান হয়না, আর ভিষণ ভালবাসি তাই তোদের প্রতি আমার কোনো অভিযোগ নেই।