একজোড়া কাজল চোখ
আমার বুকের উঠোন চিনুক,
এদিক সেদিক হন্যে হয়ে-ক্লান্তিতে
সন্ধ্যা নামলেই এই চিবুকে ফিরে আসুক;
একজোড়া উষ্ণ হাত
আমার রাতের শরীর ছুঁয়ে থাকুক,
রোজকার রুটিনে বাড়ি ফিরতে একটু দেরি হলেই
ভীত-সন্ত্রস্ত চোখে আমায় ভীষণ ভাবে বকুক;
একটি চিঠি আমার ডাকবাক্সটা চিনে নিক
আমার প্রতিটি শব্দের গভীরতা বুঝুক,
একটি চেনা শরীর আমায় গেঁথে রাখুক
আমার ওষ্ঠে এনে দিক ছুঁয়ে থাকার স্বাধীনতা;