3.2/5 - (6 votes)

এক নারীতে আসক্ত পুরুষগুলো সত্যিই অন্যরকম।
এই মানুষগুলোর চোখে কেবল মাত্র ওই নির্দিষ্ট একজন নারী ছাড়া পৃথিবীর তাবৎ সুন্দরী নারীকেও ভালো লাগেনা,
তার অন্য কারোর প্রতি কোন মোহ কাজ করেনা,
তার সব মুগ্ধতা কেবল ওই একজন নারীর প্রতিই।
এই মানুষগুলো কখনো ভালোবাসার মানুষটার সাথে প্রতারণা করতে পারেনা,
এরা কেবল একজনকেই মন প্রাণ উজার করে ভালোবাসতে জানে।
এদের কাছে আফিম কিংবা মদের নেশার চাইতেও বেশী ঘোর কাজ করে ওই একজন নারীর জন্য।

এক নারীতে আসক্ত পুরুষগুলো সত্যিই অন্যরকম,
এরা কথা দিয়ে কথা রাখতে জানে,
যত ঝড়-বাধা বিপত্তি আসুক না কেন শক্ত করে হাত ধরে রাখতে জানে,
এরা বৃষ্টিতে মাথার উপর ছাতা এবং প্রখর রোদ্রতাপে ছায়া হয়ে থাকতে জানে।
এদেরকে যতই অবহেলা-বিরক্তি দেখান না কেন এরা কখনো ছেড়ে যেতে জানেনা,
আপনার অবহেলার মাত্রাটা যত বেশী হবে, আপনার প্রতি তার আসক্তিও তত বাড়তে থাকবে।

এক নারীতে আসক্ত পুরুষগুলো সত্যিই অন্যরকম,
এক নারী বা বউয়ে আসক্ত পুরুষেরা নিজের বন্ধুবান্ধব এমনকি পরিবারের মানুষদের কাছে থেকে “বউয়ের গোলাম” উপাধি পেয়েওএকজনের সাথেই কেবল বৃদ্ধ হবার স্বপ্ন দেখে।
এই পুরুষ মানুষগুলো সত্যিই অন্যরকম।

তবে দিনশেষে এই এক নারীতে আসক্ত পুরুষ দের বাস্তবতা অনেকাংশেই ভিন্নরকম।
এমন পুরুষ আবার এই যুগে পাওয়া যায় নাকি?
পুরুষ মানুষ মানেই তো একাধিক নারীতে আসক্ত,
কিছুটা উদাসীন আর উড়নচণ্ডী স্বভাবের।
এরা একাধিক নারীর স্পর্শ পেলে প্রথম প্রেমকেও ভুলে যায়,
খুল যা সিম সিমের মতন কপাল খুলে গেলেই কেবলমাত্র এরকম একজন পুরুষ ভাগ্যে পাওয়া সম্ভব।
এমনটা ধারণা হওয়াটাই স্বাভাবিক ব্যাপার,
কিন্ত কেউ যদি এরকম একজন পুরুষকেই নিজের জীবনসঙ্গী হিসেবে সত্যি সত্যি পেয়ে যায় তবে?
সবচেয়ে বড় আনএক্সপেক্টেড জিনিসটা ঘটে যায় তখন,
অনেকেই এটিকে সরলতা এবং দূর্বলতা ভেবে অবহেলা শুরু করে দেয়,
মেরুদন্ডহীন – ব্যক্তিত্বহীন – খ্যাত বলে ছেড়ে চলে যায়,
অনেকাংশেই এরকম পুরুষদের নারীরা ধরে রাখতে জানেনা।

এক নারীতেই আসক্ত পুরুষ সত্যিই চমৎকার!
আপনার লাইফে যদি এমন পুরুষ থেকে থাকে তবে তাকে মাথায় তুলে রাখুন, গুরুত্ব দিন।
টাকা,পয়সা, ধন,সম্পদ কিচ্ছু না; এই মানুষটাই আপনার জীবনের বড় সম্পদ,বড় নেয়ামত।
তার জন্য আল্লাহর দরবারে হাজার হাজারবার শুকরিয়া প্রকাশ করুন।
হারিয়ে ফেলার পর ভেবে লাভ নেই,
বরং থাকতেই তার কদর করতে শিখুন।

লেখাঃ Alal Uddin

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments