রোদে ফেটে চৌচির চরের মতো,
আমার হৃদয়টিও বহুকাল যাবৎ ফাটল, ক্ষতবিক্ষত।
এমনি ভাঙাচোরা হৃদয় নিয়ে একটা সারা সন্ধ্যা,
অথবা জোছনাস্নাত রাতের গৌরব,
স্রেফ তোমার পাশে বসে রবো নীরব।
কলরবহীন তোমার কোলে মাথা রেখে চেয়ে রবো-
অচেনা জোছনার অপরূপ রূপ।
রুপালি তারাদের মেলায় বিপর্যস্ত মন মায়ের স্মরণে-
দু’চোখে শিশির প্রলেপ, নিশ্চুপ।
এখানে জমজম জলে স্নান সারতে আসা-
তারারাও গা শুকোয় এসে,
পৃথিবীতে নেমে আসা ফেরেশতারাও সুখের ফিরিস্তি-
গায় পাথরের মাথায় বসে।
মুয়াল্লার আলোয় নিভু নিভু আমি বারংবার চাই-
এভাবে ভেসে ভেসে হেসে যেতে,
আচমকা মিষ্টি বৃষ্টির সৃষ্টি হলে ভিজে যাবো-
একমনে জমিনে দেহ বুক পেতে।
2022-04-25