Review This Poem

আমার বুকে এলোপাতাড়ি গুলি করে চলে যাওয়া-
সেসব সন্ত্রাসী অস্ত্রধারীরা আজ লুকিয়ে নেই,
গা ঢাকা দিয়েছে কেবল আমার আপনজনরাই,
আপনি, হ্যাঁ আপনরাই, জাত ভাই, সজাতিরাই।
আমি আছি বেঁচে, যদিও ঝলসে গেছে দু’চোখ।
উপড়ে উবে গেছে কান, শুকিয়ে গেছে রক্তবান,
শুকোয়নি অশ্রু, আজন্ম দুঃখ, নুয়ে পড়া মুখ।
তাই বারবার গুলির আঘাত আর রক্ত ঝরায় না,
অশ্রু ঝরায়, প্রতিনিয়ত অশ্রু, পাথরচাপা বুক।
আমি আঘাতে আঘাতে ক্ষতবিক্ষত হচ্ছি রোজ,
ঝাঁঝরা শরীর মন, স্রষ্টা বিনে কে শুনে আরজ!!
আমার আক্বসা!
আমার সুখ, আমার সম্মুখ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments