কাহাঁ তোমার পূজোর শাড়িতে দেখো
কতো মোকদ্দমার মুলতবি ঘোষণা করেছি
কাহাঁ –
জানো কী তুমি –
চোরাচালান প্রেমের মাঝে
গতকাল ভোরে ফেঁসে গিয়েছি আমি
বাঁকাবাঁকা সাইনবোর্ডে দেখি
ভালোবাসা চাই নামে প্রতারণা লেখা
কাকে দিবো? কাকে পাবো? কে হবে প্রতারক প্রেমিকা?
পঞ্চপ্রদীপ হাতে আমার অন্ধকারে এসো তুমি
এসো তুমি ছন্দের টানে রূপোলী নূপুর পায়ে
একগুচ্ছ বিষণ্ণ প্রেম আঁচলে মেখে
জানো তো –
ভালোবাসা চাই নামে প্রতারণা লেখা
ভরে আছে শহুরে সাইনবোর্ড গুলি…