আমার চাপা কান্নায় রক্তাক্ত হোক তোমার ক্ষত বিক্ষত মায়ায়
যত ব্যাথা সব তোমার হোক,আমি থেকে যাবো ছায়ায়,
প্রেম মুছে যাক,ধুলোবালি জমুক,মাকড়সা জাল বনুক ছলে কৌশলে
চিৎকারে ভাষা সব হারিয়ে যাবে,কান্নার ফটিক নোনা জলে,
বিচ্ছেদের রঙ নাই, আমার মরে যাক প্রাণ
নিকোটিনের ধোঁয়াগুলো এঁকে দিয়ে যাক সেই তুমি ছিলে বেইমান!
বিষাক্ত ঠোঁট নিয়ে দেয়ালেরা কথা বলুক,তোমার যত শত অভিযোগ ঢালুক
তিক্ততার আঘাত নিয়ে ফিরে যাই বারবার
সুদিন আসবে ফিরে যেদিন তোমার প্রয়োজন না থাকুক,
বেঁচে গেলে তবে নক্ষত্র ফিরে আসুক!