তোমার দোতলা বিল্ডিং এ লিফটের উঠা নামা হয়নি,
বরং সিঁড়ি গুনেছি এক-পা দু-পা খানিকটা পিচ্ছিলে হোঁচট খেয়েছি।
রেলিংগুলো বলে দিচ্ছিলো সাবধানে যাও!
ঐ এলোমেলো ঘরটা ছিলো,দরজাটা ছিলো,জানালাটা ছিলো পরিচিত।
ভাড়ি পর্দার ওপাশে আকাশটা ছিলো আড়ালে।
টেবিলের উপর বই খাতা,ইয়ারফোন, মোবাইলের ছড়াছড়ি।
কথা হলো,গল্প হলো,ছোট রুমটা আমার হলো না!
ফিরিয়ে দিয়েছো,চলে যাচ্ছি!
যাচ্ছি তবে যাই, তোমার শহরের অলিগলি থেকে,
রাস্তাঘাট,দোকানপাট,মেইন রাস্তার কোলাহল,
তোমাকে দেখছি না,খুঁজে পাচ্ছি না,
তোমাকে না পাওয়ার আফসোস থেকে যাক!