পূর্ণিমার রূপালি চাঁদ নাকি মানুষকে পাগল করে দেয়,
অথচ সেই চাঁদ আমার কাছে বিষন্নতার বাক্স,
শূন্যতার হাহাকার,
চোখের কোণে জমে থাকা মেঘেদের বাড়ি,
ঠোঁটের কাছে হাজারো প্রশ্নের ঝুলি,
আর বুকের ভেতর উপচে পড়া স্মৃতির পুরোনো রঙের বাক্স!
সেই চাঁদ থেকে চোখ সরিয়ে তোমাকে দেখতে পাই!