তুমি প্রেম দিয়েছো,প্রেম নিয়েছো
আমায় তীব্র আগুনে শতবার জ্বালিয়েছো
দগ্ধ করে করে হৃদয় পুঁড়িয়ে বিলীন করেছো ছাঁই,
শুনে রেখো,
আমি উত্তাপ লাল ফিনিক্স পাখি
মরে গিয়েও বেঁচে যাই!
2022-02-25
তুমি প্রেম দিয়েছো,প্রেম নিয়েছো
আমায় তীব্র আগুনে শতবার জ্বালিয়েছো
দগ্ধ করে করে হৃদয় পুঁড়িয়ে বিলীন করেছো ছাঁই,
শুনে রেখো,
আমি উত্তাপ লাল ফিনিক্স পাখি
মরে গিয়েও বেঁচে যাই!