কাউকে বুঝতে হলে নিজেকে পাল্টাতে হয়,
কিন্তু আপনাকে বোঝার বয়স হয়নি আমার এখনো, আপনাকে বুঝতে হলে চোখের তারায় গলতে হবে,
মুহূর্তে মুহূর্তে পুড়তে হবে,
পুড়তে হলে ছাই হয়ে উড়ে মিশে যেতে হবে আপনার নিশ্বাসে নিশ্বাসে।
কারণ আমি হলাম আপনার শার্টের বিকৃত বাম হাতা!