Review This Poem

কাঠ-খড় পুড়িয়ে জ্বেলেছি উনুন, রক্তে প্রবাহিত হিম জন্মগত
তুমি অনল না হলে আমি প্রেমিক হতাম কি করে? এই লোকারন্যে।
যদি সায় না দিতে, যদি শীতল না হতে, যদি যৌবন বলে কিছু..
কাঠ-খড় পুড়িয়ে জ্বেলেছি উনুন, শরীরে প্রবাহিত প্রেম জন্মগত ৷

শোক ও দুঃখ খেয়ে হয়েছি পাথর। হৃদয়ে হীরে জন্মায়, বোধহয় জন্মাতেই হয়
প্রেমিকের মসনদে বসে ভিক্ষাবৃত্তি এ ও কি কম লজ্জার? আমি বেহায়া ৷
আজ ঘর নেই তো কাল বসন নেই, কাল তুমি থাকবে তো আমি নেই।
তুমি প্রেম সম্রাজ্যের পাট রাণী হ’য়ে আছো বলে আমি ভিক্ষুক হবো না কেন?

আজকাল নিয়ম বলে কিছু হয় না। আমি যা করছি তাই সংবিধান
এই যে কখনো টেক্কা হচ্ছি, কখনো সাহেব, কখনো বিবি।
এই যে কখনো হচ্ছি গোলাম— এসব কিছুই নিয়মের মধ্যেই পড়ে
যেহেতু আমি আপাদমস্তক প্রেমিক, এই লীলাময়ী প্রেম’ই আমার একমাত্র নিয়ম৷

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments