মধ্যিখানে যে দিনগুলো অবহেলায়, অবজ্ঞায় দুরত্ব বলে
নাম নিয়েছে কিংবা তুমিই দিয়ে দিয়েছো অথবা সময়।
বড় আনন্দের খবর এইযে
আজ সব চুকিয়ে মিটিয়ে কোনোভাবে একত্রে হলাম আবার
ভালোবাসা আনন্দের, তার’চে বেশি আনন্দের পুনঃর্মিলন।
অন্ততঃ আজ যে কথাটা না বললেই নয়, এ্যাদ্দিন যে অবহেলা
তুমি আমাকে করেছো, তা শুধু আমাকেই নয়
আসলে তুমি সেই অবহেলা তোমাকেও করেছিলে।
এখনো অবহেলা তুমি সময়কেও করো, করছো..
বিবাদের কি শেষ আছে?
তবু এ দ্বন্দ্ব থেকে যায়, থাকতে হয়।
অভিমান, অভিযোগ, ক্ষোভ ও কষ্টবোধ
এ-তো জীবনেরই সাবলীল অনুরণন।
হয়তো আমি বদলে গেছি, হয়তো তুমিও
বদলে গেছো আমুল—ইচ্ছে হয়না আর এসব বলি
কেননা, সেই প্রশ্ন ও তার উত্তর কেবল সময়-ই জানে।
তুমিও জানো আর আমিও শুধু এতটুকু জানি,
দু’জনারই সময় আর মিলবে না কোনোদিন, কোনোদিন না।
পৃথিবীর সবচেয়ে দ্রুত ও ব্যস্ত শহর বসবে পরস্পরের হৃদয়ে।
দেখে নিও তুমি কিভাবে সময়ের অভিশাপ লেগে
নক্ষত্রের পলেস্তারা খসে গিয়ে উন্মুখ হয়ে চেয়ে থাকে
পৃথিবীর দিকে —একজোড়া চড়ুই,
মৃত চোখ; প্রেমিকের, প্রেমিকার।
কিন্তু তখনো হৃদপিণ্ড চলছে
ধুক ধুক.. ধুক ধুক.. ধুক ধুক..
2022-02-23