যত অশ্রু ঝড়ে গেছে কপোল বেয়ে তারা কি নির্দোষ?
আজও যত ঝড়ছে, যদি সব একত্রে এনে দিই হবে সুউচ্চ শীলাপ্রস্তর৷
তুমি কি তাতে ফোটাতে পারো কয়েকটি বেগুনি ঘাসফুল
অথবা তাদের ফিরাতে পারো কি? যেখান থেকে এসেছিল তারা৷
জানি, পারবে না কোনোদিন তবু কেন? এই ভালোবাসা–বাসি খেলা
প্রহসনের মঞ্চায়িত নাটক, শেষ দৃশ্যে হাততালি ছাড়া কিছুই আশা করা যায় না৷
কালো পর্দায় ঢেকে রাখা হৃদয়, সমস্ত মুখে চরিত্রের প্রলেপ
তুমি ঠিক ঠিক পারলে, উতরেও গেলে বহু সিঁড়ি বেয়ে
আমি পারি না এসব—তুমি জানতে না বুঝি!
আজ আমি অবলীলায় জানাতে এসেছি ভালোবাসা কয়েকটি বেগুনি ঘাসফুল৷
না মাড়ালেই পারতে, না মাড়ালেই পারতে..