শরতের কাশফুলমাখা গোধুলী চাইব না৷
কোমল তুলোর মত মেঘরাশি দাও বলিনি,
বিলের পাড়ে সবুজ ঘাসে বসে গাঙচিল দেখাও
হাতে হাত অথবা অযথা স্পর্শ ছোঁয়াও,
প্রেমিকা হও ভালবাসা বিলাও সেও আবদার করিনি,
বরং একমুঠো অন্ধকার দিও আনমনে;
নিশাচরীর অন্ধকারই ভালবাসা প্রতিক্ষণে৷৷
2021-11-10