দূরে দূরে থাকলেই পায়, কাছে গেলে কিছুক্ষণ; টান
একটা মানুষ কি করে থাকে,খায়? ঘরভর্তি কত ঝুল।
মাতাল হয়ে কবি না খেয়েই কবিতায় শুয়েছে সটান
তুমি ডেকে বললে, মরুভূমির বুকে কবে? কবে ফোটাবে ফুল
ঢুকিয়ে নাও, ঢুকিয়ে দাও আমায়— এ-ও এক প্রেমের ঝোঁক
একটা মানুষ কি করে ভেজে, শুকায়? অনিয়ম হুলুস্থুল।
ইশ! লজ্জা, আমি বুঝি তোমার খুউব অপরিচিত লোক?
তুমিই তো বললে, মরুভূমির বুকে কবে? কবে ফোটাবে ফুল
শীৎকারের আগে তখন তোমার প্রথম ব্যাথায় অশ্রু ছলোছল
আজ দেখি, জোৎচ্ছনায় জ্বল জ্বল করে উঠে তোমার-আমার
এক-এক ফোঁটা জল!