বাতাসে সোঁদা গন্ধ ভাসে
এলোমেলো রাত নামে ঝড়ের আগে;
ডাহুকীর ডাক থেমে থেমে আসে
পৃথিবী ঘুমিয়েছে, জোনাকিরা আজ জেগে।
মধ্য নিশিতের চাঁদ,শীতের কাফন পড়া লাশ—
ভাঙা ভাঙা মেঘের আড়াল হয়ে যায়,
যেন অতি নিয়মিত বেড়ে উঠা ঘাস।
বর্ষার মেঘ এখনো লেগে আছে কাদায়,
প্রাণ আছে জলে,সমতলে পাখির ঠোঁটে
শ্যাওলা জমে আছে পুরোনো ইটের ফাঁকে,
কচু পাতার নৌকা আটক পূর্বপুরুষের ঘাটে
এখানে সন্ধ্যা নামে ডাহুকীর ডাকে।
গভীর এক ঘুমের পরে জেগেছিল যারা
নক্ষত্রের মৃদু আলোয় ছিল সন্ধানী;
মাঝরাতে ভয় পেয়ে ফিরে গেছে, তারা,
আবার আজ ঘুমিয়ে গেছে জানি।
2021-07-03