আমি নির্জন,হাজার বছর ধরে
বহু আলোকবর্ষ দূরে আমার অর্জন
এখন অন্ধকার খেলা করে
আমার শরীরে;দিন–রাত
এখানে নেই; ঘুঁচে গেছে সব ব্যবধান
বহু আলোকবর্ষ দূরে, আরো
হাজার বছর আগে, যখন
ছিলাম আমি আমার;
এক সত্ত্বা ‘তুমি’ হঠাৎ এলে
বুঝিনি তখন, এখনো ভাবি
কি ছিলে!
ক্ষণিক বলা চলে সময়ে
স্বপ্ন কুয়াশার চাদর জড়িয়ে
ঘুঁচে গেল সব আলো
সময় বয়ে গেল তার আদিম সময়ে
নিয়ে গেল আর এক সত্ত্বা ‘আমি’
আমি ভাবি, তাই ভাবি
হাজার বছর ধরে
বহু আলোকবর্ষ দূরে।
2021-04-26