আমার একটা আকাশ ছিলো তোমার নামে
আমার একটা দুঃখ ছিলো তোমার নামে
আমি তোমাই দুঃখ বলেই ডাকি
মাঝে মাঝে দুঃখ পাওয়া ভালো।
মৃত্যুরও দুঃখ আছে, ক্লান্তি লাগে
মাঝে মাঝে ক্লান্ত হওয়া ভালো।
ক্লান্ত হওয়াটা কি পাপ,ভালবাসার মতো??
★★★★★
শীৎকারহীন প্রেম বেঁচে আছে আজো;
মধ্যরাতের শীৎকারে যে প্রেম আসে
তা ব্রোথেলে গেলেই পাওয়া যায়।
মধ্যদুপুর, একটি চুমু, ক্লান্ত চোখ
তোমার নামের নদীতে মিশে যায়।
সন্ধ্যা নামার আগেই যে প্রেম আসে শরীরে
অন্ধকারেই তার অস্ত্বিত্ব।
★★★★★
ফিরে এসো মায়াবতী
গঙ্গা হও, তোমার জলে পবিত্র হবো
ফিরে এসো মায়াবতী
বাটারফ্লাই ইফেক্ট বুঝিনা ভালো ;
চেতনায় আমি সাম্প্রদায়িক তোমার অভাবে
ব্ল্যাকহোলে হারিয়ে যাওয়া নক্ষত্রের মতো
আজ আমি নিখোঁজ আমার সমাজে।
ফিরে এসো মায়াবতী ব্ল্যাকহোল হয়ে;
আমাকে ফিরিয়ে নাও তোমার অভ্যন্তরে
আমাকে তুলে নাও তোমার সবুজ ঠোঁটে।
ফিরে এসো মায়াবতী
পৃথিবী থেকে কিছু শব্দ হারিয়ে যাওয়ার আগে।
2022-10-05