3.3/5 - (3 votes)

শত শত রাত ভোর হয়ে গেল
না ঘুম হলো,না স্বপ্ন এলো,
অভাবের স্বভাবে কেটে গেল
কার্তিকের শেষে হেমন্ত সন্ধ্যা।
আমি সৈনিক তবুও বড়ো ক্লান্ত
অযাচিত প্রেমও ছিল না অফুরন্ত ;
তাই ফিরি পৃথিবীর ‘পরে
শত সহস্র বছর ধরে
মনে হয় পথ হাঁটিতেছি
এই বেলাভূমির পথে।
কত নগ্নপদ চিহ্ন রেখে এসেছি ফেলে!
কিছু অবহেলায়, কিছু ভুলে,
কিছু বা ভালবেসে।
দু’ধারে বেলাভূমি,তোমার সমুদ্র মাঝে
আমার প্রত্যাশার সন্তানেরাই
শুধু ডুবে,
ক্ষনে ক্ষনে ঢেউ উঠে তার বুকে
আচড়ে ফেলে যায় কূলে
একা রেখে।
ওপারে শরৎ,হেমন্ত,বসন্তের
আনাগোনা,
এপারে কাল বৈশাখী দেয় শুধু হানা।
চাঁদ উদ্যান জলের উপর ফসফরাসের
মত ঝকঝকে,
দিনগুলি, সমস্ত একরকম, একে অপরের পিছনে তাড়া করে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments