সময়ের সাথে তার লেনাদেনা
কি হতে চেয়ে ঘুরে এসে দু’বার
দাঁড়ায় তার সামনে,
কিছু সময় যে চাই আবার,
তার যে খুব দরকার।
নীল আকাশের নীচে পৃথিবী
পৃথিবীর পরে নীলাকাশ,
তার চেয়েও ছায়া বড় হয়ে যায়,
সরে যায়, মিলিয়ে যায়,
কিছু ছায়া মিশে যায় শরীরে
আলো এসে থমকে যায় এখানে
মরীচিকা মনে হয় যেন
স্বপ্ন নয়, কোনো এক দুঃস্বপ্ন
নীল হয়ে রয় কার্নিশে।
2021-07-01