চোখের জল শুকিয়ে যায় যদি শোকে
প্রিয় মানুষের হারানো গন্ধ যদি ফিরে আসে আবার,
বৃষ্টির প্রতিটি ফোঁটা যদি মনে করিয়ে দেয় পরিচিত কোনো
স্পর্শ ;
শরীর কেঁপে মন খারাপের জ্বর আসে যদি
এইসব বিষন্ন বিকেল অথবা সন্ধ্যা অবধি
নির্ঘুম রাত, বোবাকান্না মিশে যায় যদি পাখির ঠোঁটে
তবুও বলবো না, ফিরিয়ে নাও আমায়।
আমি এইখানেই আছি,তোমাদের মাঝে
তোমাদের একজন হয়ে;
সেজন্যই সবকিছু ভুলে থাকতে চাই
কিছুই বলতে পারবো না, আজ নাহয় থাক,
জীবন যেভাবে চলতেছে সেভাবে চলে যাক
এটাই এখন বেঁচে থাকার একমাত্র উপায়।
2022-10-05