আমি তো স্বপ্ন দেখি না আর
কারণ ভালবাসা জন্ম নেয় না
আর এই শহরের অলিগলিতে
মসজিদ কিংবা মন্দিরে।
হিংসার আগুনে জ্বলে পুড়ে
ধ্বংস এই মনুষ্যত্ব,
মনের গহীনে লুকানো নেই
আর কোনো সত্য।
ধর্মের বাণী বাতাসে উড়ে ছোঁয়াচের মতো
কারো শরীরে লাগে তো, কারো মগজে
আর কিছু পড়ে থাকে মলিন কাগজে
মর্মে পৌঁছায় না তা আর সহজে…
তাই এখন আর ভালবাসি না
শত শত মসজিদ মন্দির পুড়িয়েছি
মনের গহীনে, হাজার বার খুন করেছি
নিজেকে,তবুও জন্ম নেয় না
নতুন এক শিশু এই পৃথিবীর পরে….
2021-07-01