ভবঘুরে পথিক আমি ক্লান্ত বিকেলে
বেলাশেষের গান,
শোনা হয় নাকো আর
ছিল যা আমার তোমার শহরে
করে দিয়ে লীন
শহর তোমার, পথটা যে আমার।
পৃথিবীর পরে অবসর পেলে
এসো আমার শহরে
স্বপ্ন ভাঙার গল্প শোনাবো
আমার অসীম অবসরে।
কিছু কথা থাক, থাক পড়ে
মরুভূমির ওপারে,
কিছু সময় চেয়ে নেয়
সময়েরও কাছে।
নাই বা গেলাম তোমার কাছে
কি আর আমার হবে,
ইট পাথরের ধূসর মায়ায়
অন্যকারো হবে।
কিছু গান তার সুর হারিয়েছে কবে
লিখিনা কবিতা এখন আর ভেবে,
ছুটে চলি তাই মহাকালের পথে
আমার শহর তোমার হয়েছে সেই কবে।
2021-04-26