এই শহরের আলো বাতাস
আর লাগে না ভালো,
এই শহরে ভালবাসা
হঠাৎ ফুড়িয়ে গেলো।
এই শহরে ভালবাসা
অনেক আগে ছিলো,
এখন সবাই সদায় করে
চামড়া,সাদা নাকি কালো।
যে প্রেম তার মুখে দেখি
দেখি না তার চোখে,
এই বুঝি হয় ভালবাসা?
ঠোঁট ছোঁয়াও তার ঠোঁটে।
এই শহরে ভালবাসা
মনে হয় সব জুয়াখেলা,
ভালবাসার মূল্য দিতে
করে তারা নেশার মেলা।
এই শহরে ভালবাসা
ইট পাথরের দেয়ালে রাখা,
শুকনো কাগজ বাতাসে উড়ে
ভালবাসা আপনি ঝরে।
খুব যে বলো হেরে গেছি
প্রেমিক হবার দৌড়ে,
কে হারে আর কে জিতে
তার হিসাব কে করে?
এই শহরে কেউ জানে না
স্বপ্ন তোমার আমার,
বলব না আর ভালবাসো
সুযোগ পেলে আবার।
2021-06-30