আমার তো সব দিন ফুরোয় রাতে
নীলাকাশ খুঁজে বেড়ায় অন্ধকারের ভাঁজে
আমি কোনো লাশ দেখিনা সাঁঝে,সত্যি বলছি
আমার হয়তো দিন ফুরোবেই রাতে।
আমার তো এখন আর লাশের সাথে কথা হয় না,
আমি তাদের দেখি,গুনে দেখা হয় না,ভয় হয়
একের চেহারায় হাজার ভাসতে দেখি
পাছে নিজের ছবি যদি আঁকি।
দিন ফুরোয় রাতের পিঠে,রাত ভর করে আমার শরীরে,
আমার তো সব দিন মিশে গেছে রাতে।
তারা অনেক কিছুই বলে
আমি শুনি,তাদের বলি,জোরে
তারা আমায় না শোনে,না দেখে
আমি দেখি,শুধু দেখি,নির্বাক হয়ে।
এসব আর ভালো লাগে না বোধহয়
শুনেছি রাতে নাকি মিছিল বের হয়,
তারা হয়তো আমায় বুঝবে,
হয়তো তাদের সাথে নিবে।
তাই আমার দিনকে বানিয়েছি রাত
সকাল বিকাল দুপুর সাঁঝ
বসে কাটিয়েছি আজ,মিছিলে যাবো
এই বাকি একটা কাজ।
আমার তো সব দিন ফুরোয় রাতে
লাশের মিছিলের সাথে।
2021-06-30