Review This Poem

বলেছিলে আমি চৈতন্য হীন হয়ে উঠব
বলেছিলে আমি নেশাগ্রস্ত মাতাল হয়ে উঠব
বলেছিলে আমি নিজেকে সপে দেবো আবর্জনার ভাগাড়ে
কিন্তু তা আমি হতে দেইনি
আমি আমার নিজেকে আরও সমৃদ্ধ করেছি
আমি আমার নিজেকে আরও সুসংহত করেছি
আমি আমার নিজেকে আরও বলিষ্ঠ করেছি
অধিকার কেড়ে নেব তাই
আমি নিজেকে জুয়ার আখড়ায় বেচিনি
আমি নিজেকে সুরার পাত্রে ঢালিনি
আমি নিজেকে নদী বিহণে রাখিনি
বীজ যেমন প্রস্ফুটনে প্রকাণ্ড দানবে পরিণত হয়,
মহীরুহ হয়ে আসমান দখল করে, এ কবি তেমনি দখল করে নেবে সমস্ত জলের সীমানা, বহমান নদী স্বাদ নেবে আবারও উতল ঢলের।
বলেছিলে হেরে যাবো
আমি কবি,
হেরে যেতে শিখিনি
যদি কবিতা হয়ে থাকো
কবির খাতার পাতায় আসবেই ।।
— সুনু
০৮/১০/২০২১

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments