বলেছিলে আমি চৈতন্য হীন হয়ে উঠব
বলেছিলে আমি নেশাগ্রস্ত মাতাল হয়ে উঠব
বলেছিলে আমি নিজেকে সপে দেবো আবর্জনার ভাগাড়ে
কিন্তু তা আমি হতে দেইনি
আমি আমার নিজেকে আরও সমৃদ্ধ করেছি
আমি আমার নিজেকে আরও সুসংহত করেছি
আমি আমার নিজেকে আরও বলিষ্ঠ করেছি
অধিকার কেড়ে নেব তাই
আমি নিজেকে জুয়ার আখড়ায় বেচিনি
আমি নিজেকে সুরার পাত্রে ঢালিনি
আমি নিজেকে নদী বিহণে রাখিনি
বীজ যেমন প্রস্ফুটনে প্রকাণ্ড দানবে পরিণত হয়,
মহীরুহ হয়ে আসমান দখল করে, এ কবি তেমনি দখল করে নেবে সমস্ত জলের সীমানা, বহমান নদী স্বাদ নেবে আবারও উতল ঢলের।
বলেছিলে হেরে যাবো
আমি কবি,
হেরে যেতে শিখিনি
যদি কবিতা হয়ে থাকো
কবির খাতার পাতায় আসবেই ।।
— সুনু
০৮/১০/২০২১
2023-02-07