Review This Poem

সম্পর্ক
আহমেত কামাল

দেয়ালে লটকে আছে
সমবয়সী চুল শরির ঘেঁষা

যেনো এখনও অটুট! সেলাই
হওয়া সম্পর্ক।

কথাও হয়; ফুল,পাখি, আকাশ কিংবা
ফাল্গুনের চরিত্র নিয়ে,,,

অথচ
ফুল, পাখি, আকাশ,
চুল

টেনেহেঁচড়ে নদী’রা নেমে গ্যাছে,, সমুদ্রের দিকে –

সম্পর্ক শ্মশানে পোড়া দিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments