মনখারাপ-৫
আহমেত কামাল
কতো প্রিয় স্পর্শ
অথচ, এখনও হজমই করতে পারোনি।
আমার বাসকভেজা মন। এ-মন খোঁজে আরাম হয়ে আসা নরম কিছু।
আসবে বলেছিলে_
আসোনি!
আমিও অপেক্ষায়, ধৈর্যের ছায়া পুড়িয়ে বসে আছি
পৃথিবীর সব শ্মশান
পাশাপাশি সাজিয়ে।
মনখারাপ-৫
আহমেত কামাল
কতো প্রিয় স্পর্শ
অথচ, এখনও হজমই করতে পারোনি।
আমার বাসকভেজা মন। এ-মন খোঁজে আরাম হয়ে আসা নরম কিছু।
আসবে বলেছিলে_
আসোনি!
আমিও অপেক্ষায়, ধৈর্যের ছায়া পুড়িয়ে বসে আছি
পৃথিবীর সব শ্মশান
পাশাপাশি সাজিয়ে।