দুর্ঘটনা
আহমেত কামাল
তোমার কাছে বারে বারে ছুঁটে যাওয়া
এ- যেনো আমার ঘনঘন বর্ষাকাল!
এ বর্ষা
আমার ভাল লাগেনা।
কখনও যদি ভালোবেসে থাকি ধরে নাও ওটাও আমার
মনঘটিত দুর্ঘটনা।
দুর্ঘটনা’কে আপদান বলো। অধিকরণ নয়। তবে কখনও
যদি ডাকো,,,
বিষয়ের শীর্ষে আরেকটু বিষ রেখে দিও ,।