Review This Poem

জীবন সম্পর্কে আর কী বা লিখব?

ওটা, এখন হেঙ্গারে। ও ঝুলে আছে ছেঁড়া জামার ভাগ্য নিয়ে।

এ জীবন
নিয়ে আর কী বা লেখা যায় বলো ?

যখন মনির, মাহামুদুর’রা
আমার সহপাঠী ছিলো- তখন
জীবনকে
অগ্রহায়ণের আমন কিংবা ভোরের উদ্যম হাওয়া অথবা
সাদা ডানার শঙ্খচিল মনে হতো।

এখন জীবন’কে
জল মনে হয় । অথবা বলতে পারো
ঘাটে অপেক্ষমান এক ছানি ভাঙা নৌকা। যার কোন যাত্রি নেই।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments