ঘামভেজা চোখ
আহমেত কামাল
বেঁচে থাকা বের হয়ে যাচ্ছে,,
দেহ হতে।
ঘামভেজা চোখে খুঁজছি
স্বজন কিংবা স্লেটের বাসিন্দা।
কোথাও কেউ নেই!
সবাই লুকিয়ে দেখছে,,,
লতার মতো
তরতর ক’রে বেড়ে ওঠা দুঃখ। আয়নার ও পাশ দিয়ে।
ঘামভেজা চোখ
আহমেত কামাল
বেঁচে থাকা বের হয়ে যাচ্ছে,,
দেহ হতে।
ঘামভেজা চোখে খুঁজছি
স্বজন কিংবা স্লেটের বাসিন্দা।
কোথাও কেউ নেই!
সবাই লুকিয়ে দেখছে,,,
লতার মতো
তরতর ক’রে বেড়ে ওঠা দুঃখ। আয়নার ও পাশ দিয়ে।