কফিন
আহমেত
শুধুমাত্র দূরত্বই জানে
এখানের বৃষ্টি ও বর্ষার কথা।
ভয় পেয়োনা হে দূরত্ব!
শ্রাবন এসেছে,, এবার শোকের
নদী নিয়ে।
তুমি কী একবার আসবে না। শেষ ধাক্কা’টা দেয়ার জন্য?
আহমেত মাখা কফিন!
স্রোতে,,,স্রোতে,,,ভেসে যেতে চাইছে,,,
দূর পৃৃথিবীর কোথাও,,।