4/5 - (1 vote)

প্রত্যহ আমাদের গল্পের রসদ ফুরিয়ে যাচ্ছে,
নতুন গল্পের যোগানে ব্যর্থ শব্দচয়ন,
বয়সটা অবাধ্য লাগামহীন বেঁড়েই চলছে,
হতাশ মানুষের বসবাস এপাড়ায়।
জমিজমা বেচে দু’কলম পড়েছি-
চাকরিটা নানা কারণে হাতছাড়া,
ঝুপড়িতে চা আড্ডায় চলে ব্যর্থ মানুষের সমাবেশ,
ঠিকঠাক গল্পটা আর জমে না।
নতুন জীবনের খোঁজে কত দূর আসা আজ,
কত পথ মাড়িয়েছি জানি না-
সন্ধ্যার আকাশের তারা গুলো জানে-
কতই কষ্টে রাতের অবসান ঘটে।
শত দরবার ঘুরে ব্যর্থ আমি সত্তা,
মাঝে মাঝে মনে স্বাদ জাগে সন্ন্যাসী হই,
বিজন প্রান্তরে একা একা ঘুরবো,
রাতের অবসান রচিবে নাম না জানা গাঁয়ে-
তবুও যদি মরণের ডাক আসে।
প্রত্যহ ভাবি আর কত দিন যাবে-
আর কত দূর গমনে সফল হবো?
কত দরবারে নিজের ছায়া মাড়িয়ে,
নতুন পথের হাল খুঁজবো।
নবদম্পতির জীবনের সুখ খুঁজে ফেলো কতক,
আমাদের পরিচিত কতকের বিয়ে ঠিকঠাক,
চাকরিটা হয়ে উঠে না আমাদের,
দু’কলম পড়েছি জমিজমা বেচে।
রসদ ফুরিয়ে যাচ্ছে জীবনেরও,
না খেয়ে পড়ে আছি,
সময় চলে যায়,অবাধ্য বয়সটা বেড়েই চলছে-
নতুন জীবনের স্বপ্ন আমাদের নয়।
জমি বেচা টাকা মূল্যহীন,
কথা গুলো বলে আর লাভ,
সস্তা কাগজের পাতায় হারিয়ে যাবে-
সহস্র ব্যর্থ মানুষের জীবনের লেখা গল্পের ভীড়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments