Review This Poem

আহ্বান!
আহমেদ হানিফ।

নতুন গল্প বলার মানুষটি নেই,
ক্ষণিক আগে অদৃশ্যতা জব্দ করেছে,
বোবা দেহে ক্ষণিক অবলোকনে,
আমিও মরার অপেক্ষায়।
এই বরষায়,
কত যে গল্প বলেছি…
বেঁচে থাকার,ভালোবাসার।
সে মনোমুগ্ধ শ্রবণকারী-
ঘন্টা দু’য়েক শুনে যেত কত বকবকানি!
হঠাৎ,
কোনো এক অজুহাতে হাত ধরে-
প্রতিজ্ঞাবদ্ধ হতাম,
এক সাথে মরবো!
না,পারলাম কই?
ডাহা মিথ্যে বলেছি,সে একাইতো মরলো!
আমি না বড়ই মিথ্যাবাদী!
এখন,
হাত ধরার সাহস হারিয়ে ফেলেছি-
শেষ বিদায়ে না হয়,
মিথ্যা অজুহাত করলাম না।
শুনো,
আর বছর দুই অপেক্ষা করো-
শুনতে পাচ্ছি,
অদৃশ্য দূত অতি নিকটে মরনের ডাক দিচ্ছে,
খুব গোপনে-
কেউ না জানে ঠিক এমনি করে,
তোমার পাশে গিয়ে দাঁড়াবো!
এই মিথ্যাবাদীরে তাড়িয়ে দিও না-
লুকিয়ে রেখো,
তোমার কাছে,সন্তর্পণে।
শুনো,
শেষ আহ্বান-
ক্ষমা করে দিও।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments