4/5 - (1 vote)

ল্যাম্পপোস্ট, লাইটহাউস, চাঁদ, সূর্য
কিংবা অনন্ত নক্ষত্রের কেউ
প্রয়োজন নেই।

আমাদের ছোটো এক মোমবাতি, হারিকেন
ছিলো প্রয়োজন

এই জোনাকির দেশে- গ্রামে, বিল-জলা-ধেনো মাঠ
খেতে, রবিশস্যের পটে
একটি মোমবাতি শুধু, ছিলো প্রয়োজন।

রহিম সে মোম, এম.এ রহিম
নির্মল, লীলায়িত, কাঁপা কাঁপা আলো

এ দিঘল প্রান্তরে
ছড়ায় ধীরে, মোম থেকে মোমে
সূর্যের দিকে…

মেঘছায়া খেলা করা এ সবুজ মাঠে
যেদিন সূর্যেরা, চাঁদেরা, নামবে ঘুরে পূর্ব-পশ্চিম, উত্তরের সর্বপ্রান্ত ছুঁয়ে ছুঁয়ে…

হে দখিনা বায়, বাসিয়ার পলিজমা এ-দ্বীপ-প্রান্তে, সেদিন তুমি
কী সুভাষে ধরণীতে একটি মোমের কথা
করিবে বর্ণন?

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments