হত্যার বিচার চাই,
অথচ হত্যাই হয় নাই,
একই রকম চেহারা,
পরে ফিরলেন আরেকজন–
অথচ একমাত্র সন্তান তিনি,
প্লাস্টিক সার্জারি? নাকি অন্য কিছু?
অথচ আপনি এখনো বেঁচে?
সত্যি কথা রহস্যই হয়ে থাকে,
শুধুমাত্র মিথ্যে কথার জন্য।
লাশ গুম করার অপরাধে,
আসামির ফাঁসি হলে,
আপনি কে?
– জিম্মি
জীবনে নির্দিষ্ট কোনো লক্ষ্য না থাকলে এভাবে কেউ খাটে না, নিজেকে তৈরি করে না।
জ্যামিতিক সিদ্ধান্ত যেমন অনড়, অকাট্য এবং অভ্রান্ত লেখকের সিদ্ধান্তও যেন তাই।
সত্যি কথা রহস্যই হয়ে থাকে,
শুধুমাত্র মিথ্যে কথার জন্য ❤️
অথচ আপনি এখনো বেঁচে? 🤍
ভালোই লিখেছেন কবিতাটা 😊
আমার কিন্তু তেমনটা মনে হয় না 🙄