এখনও কি চুপটি করে,
লুকিয়ে থাকো, রোজ বিকেলে,
সূর্য ডোবার সান্ধ্য খবর–
নিরিবিলি পড়তে বসে ?
মুখের ছায়া আড়াল করে,
জানালার এক পাশে ।
2023-09-28
এখনও কি চুপটি করে,
লুকিয়ে থাকো, রোজ বিকেলে,
সূর্য ডোবার সান্ধ্য খবর–
নিরিবিলি পড়তে বসে ?
মুখের ছায়া আড়াল করে,
জানালার এক পাশে ।