4.5/5 - (2 votes)

আমি কোথাও যোগ দিই
না
দিন ফুরোলে রাত হয়
আর রাতের বাতাসে করে
ভেসে আসে কিছু কন্ঠস্বর
কোনো রহস্যই ভেদ হয়না
এতে
চরিত্র গঠন কমিটি?
চেনাজানা কোনো পরিচয়
নাই
নাই কোনো কাগজপাতির
ঘনঘটা
কিছুই লাগেনা তেমন
দিন বদলের হাওয়া লাগে
ভবনের গা গুলানে
মানুষ বদলায় চেহারা বদলায়
না
আসুন আপনার সন্তানের
উপকার করি
সমাজের মানুষকে সহ্য করা
শিখিয়ে দিই
আমরাই দায়ী তাদের চরিত্র
নষ্ট হওয়ার জন্য
আমরাই গড়ে দিব, যদি
সারাজীবনও লাগে
তাও সই করা শিখিয়ে দিব,
প্রমাণ হারায় না
প্রমাণ আপনাদের হাতে
হাতেই
মানুষ গড়ার এ অকথ্য
ভাষাভাষী নির্যাতন,
এর শেষ কোথায়?
জীবন ফুরোয় জীবনের নিয়মে,
মানুষ বদলায় না।
একদিকে চলে মানুষ ভাঙ্গনের
জোয়ার
অন্যদিকে ভাটা পড়ে চরিত্র
গঠন কমিটি।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments