ঐখানেতে বাঁশ বাগান
সেই বাগানে ভুত,
সন্ধ্যা বেলায় সেই ভুতেরা
খেলে যে কুতকুত।
মানুষ পেলে ভুতের দলে
দেখায় নানা ভয়,
সন্ধ্যে বেলায় যাসনে ওরে
দাদু ডেকে কয়।
ভুতেরা সব ওতপেতে রয়
কখন মানুষ যায়,
রক্ত খাবে ঘাড় মটকিয়ে
অধীর অপেক্ষায়।
শ্মশান ঘাটে গোরস্থানে
ওদের বিচরণ,
সাবধান থাকিস নইলে কিন্তু
হবে যে মরণ।