5/5 - (1 vote)

দ্রব্যমূল্যের উর্ধগতি
জনগণের মহা ক্ষতি
এমন দামী সরকার
নেই আর দরকার।

ভাত চাই রুটি চাই
পরনের কাপড় চাই
লোডশেডিং মুক্ত চাই
শান্তি মতো বাঁচতে চাই।

গরীবের নাভিশ্বাস
ধনীরা করছে গ্রাস
অসহায় গরীব হাটে
দাম শুনে দম ফাটে।

সংসার চলে না
কেউ কিছু বলে না
নিভৃতে কাঁদে মন
অসহায় জনগণ

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments