পাখির ডাকে সকাল আসে
সূর্য হাসে জলে
কৃষক মজুর অন্ন যোগাতে
ছুটছে মাঠের পানে।
ফসল ভরা মাঠের ডাকে
ভরে উঠে প্রাণ,
চারিদিকে প্রবাহিত
নতুন ধানের ঘ্রাণ।
দিঘির জলে পদ্ম ভাসে
দেখতে ভারি বেশ,
নীল আকাশে মেঘের ভেলা
নারীর কালো কেশ।
সন্ধাবেলায় পাখপাখালির
কিচির মিচির ডাক,
আকাশ জুড়ে উঠছে হেসে
তারকারাজির ঝাঁক।
রাখাল ছেলে বাঁজায় বাঁশি
নদীর কলতান,
মন ছুঁয়ে যায়, প্রাণ ছুঁয়ে যায়
ভাটিয়ালি গান।
বন-বনানি হাওড় বাওর
রুপের নেইকো শেষ,
সকল দেশের রানি সেজে
অপরুপ বাংলাদেশ।