Review This Poem

সেই তুমি আমি আজো আছি
নেই শুধু তোমাকে এক পলক দেখার
আমাদের সেই সব
দীর্ঘ প্রলম্বিত প্রতীক্ষার দিন।

তোমাকে কাছে পেতে বহুপথ হেঁটেছি
ধুলোয় ধুলোয় ধূসর হয়ে
কখনও বা শ্রাবণের বৃষ্টিতে
ভিজেছি।

সহসা একদিন তীর্যক বর্ষণে
একটি ছাতার তলেও ভিজেছি দু’জনা
আহা! সেই দিন যেন জীবনের সবটুকু পাওয়া
আজ দেখো ছাতা নয়
একই ছাততলে একই বিছানায়
পাশাপাশি শুয়ে আছি-
নদীজলে যেন ভেসে যায় একজোড়া লাশ!

তাই ভাবি-
চমকের নেশা কীভাবে ছুটে গেছে
তুমি আমি তার যেন কিছুই
জানিনা
তবুও উঠে আসে
বড় বড় দীর্ঘশ্বাস।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments