স্বপ্নেরা ভিড় করে ত্রিবেণীর ঘাটে
হাতে নিয়ে মুঠো মুঠো রোদ্দুর
সময়ের সাঁঝবেলায় আসঙ্গ আকিঞ্চনে
রেখে যায় চুম্বনের দীর্ঘনিশ্বাস।
নগ্নতার ফালাফালা চৌকাঠ
আর অশ্রুর মোহন জঙ্ঘায়
দেবীর অবিরল শোকের আয়নায়
ভেসে যায় সজ্জিত বেদী।
তখন ঈশ্বর অভিমানে
একাকী দাঁড়িয়ে থাকে ঈশ্বরীর ঘাটে।
2021-06-09