বাংলা কবিতা, সুশীলরা এখানে আছেন কবিতা, কবি আদিত্য আনাম - কবিতা অঞ্চল
1/5 - (1 vote)

সুশীলরা এখানে আছেন
না মদ
না চুমু
না গাঁজা
না প্রেম
না চোদাচুদি
তারা কিছুই বোঝেন না (কেবল প্রকাশ্যে, আড়ালে স্বত্তায়িত সব!)

এখানে মদ ও সঙ্গম করা পরিপূর্ণ নিষিদ্ধ
ভালোবাসা হারাম
ঈশারা, নাচ, গান পাপ
এমনি পাখিদের গানও!
যাবতীয় সুশীলপদার্থ ও অপদার্থগণ এখানে আছেন।

তাহারা ঔরসজাত স্বয়ং ঈশ্বরের!
বিধাতার বন্ধু-বান্ধব, গভীর আত্মীয়-স্বজন!
এখানে প্রশ্ন করা হারাম!
যেহেতু তাহাদের প্রধান শর্ত, ‘কেবল বিশ্বাস করো এবং মেনে নাও।’
এখানে ধর্ম এবং আফিম সমার্থক শব্দ নয়!
অথচ বিপরীতও নয়!

এখানে স্বপ্ন দেখা হারাম
স্বপ্ন দেখানো হারাম
শুধু তা মারা জায়েজ!
এখানে উত্তপ্ত ফুল ফোটে,
ফুল ঝরে যায় বুলেটের গন্ধ খেয়ে।
পশুরা হাড্ডি চিবায় মানুষের
মানুষ রক্ত খায় মানুষের!

এখানে চুমু খাওয়া হারাম
মদ, এমনকি সঙ্গম সম্পূর্ণ নিষেধ!
এখানে পর্দা আছে এবং পর্দার আড়ালে আছে মন্ত্রাবলি!
যেহেতু তাহারা সুশীল এবং মন্ত্র জানেন
সুতরাং তাহারা এসব চোদাবেন কেবল গোপনে, পর্দার আড়ালে, নিতান্ত ভিতরে!
কেননা আড়ালে স্বত্তায়িত সব!
এমন কি ধর্ষণও!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments