অদ্ভুত এক না ভালোলাগা তোমাতে আমাতে …
অদ্ভুত অমিল আর মতপার্থক্য সর্বক্ষেত্রে …
সময় নিংড়ে বয়ে চলা সময় …
আর অতিবাহিত কিছু স্মৃতি …
তোমাতে আমাতে বেধে রেখেছে এক সাথে …
অসংখ্য অমিলের মাঝেও আমি মিল খুজে বেড়ায় আনমনে …
বেচে থাকার নিগুঢ় স্বাধ উপোভোগ করতে চাই একসাথে …
পৃথিবীর নির্জলা আধার ঘিরে বয়ে চলা ওই নিঃশব্দ গানে …
রেখে যেতে চাই … সুর … অনাগতদের আগমনে …
দুরের আধারে তোমার ছায়াতে যে স্বপ্ন আমি দেখেছি …
দূর থেকে দূরে ক্রমশ মৃয়মান আলোক রেখার মত …
নিকষের বুক চিড়ে যে পথ আমি চেয়েছি পাড়ি দিতে …
শুধু তোমার সাথে …
ভালোবাসা আর ভালোবাসিদের মাঝে আজ হারিয়ে গিয়েছি …
তুমি আমি আমরা … আর নিকষের পথে ঐ পথ চলা …
সে তো দিকভ্রান্ত অনেক আগেই …
তোমাকে আলো ভেবে বয়ে চলা সেই সময় আজ নিগুঢ় আধারের পথে …
তবু অমিল আর আধারে আমি আর তুমি …
খুজে ফিরি কোন সত্তা … ঐ নির্লিপ্তের মাঝে …
ব্যস্ত কোলাহলে খুজে ফিরি সেই হারানো জীবন …
যা তুমি আমাকে দিয়েছিলে … …
তবু ভালোবাসি … আজ ভালোবাসতে হয় বলে …
তবু ভালোবাসি … শুধু বেচে থাকার ছলে …
তবু ভালোবাসি … স্মৃতি আকড়ে ধরে …
তবু ভালোবাসি … তবুও ভালোবাসি বলে …
না ভালোলাগা আর অমিল … ভালোবাসার দেয়ালে …
উকি দেওয়া অনাগত সুর্য ঐ মেঘের আড়ালে …
ভালোবাসি না বাসি না বলে প্রতিটি চিৎকারে …
আমার ভালোবাসা ধ্বনিত হয় তোমার তরে …
কবিতা অঞ্চলে স্বাগতম।
খুব সুন্দর উপস্থাপনা