5/5 - (1 vote)

শিক্ষক মানে মনুষ্যত্ব 
যিনি সবার গুরু,
অজ্ঞাতার আঁধার রুখতে
যার হাতে পাঠ শুরু।

শিক্ষক মানে সদয় ব্যক্তি
বিশ্বস্ততা তাঁর সঙ্গী, 
শিশু কোচির মনন চিন্তায়
দেন শিক্ষা ফেরে দৃষ্টি।

শিক্ষক মানে পরশ পাথর
যার ছোঁয়ায় জগত আলো
জ্ঞান-বিজ্ঞান দেন সন্ধান,
দু্র করে সব ভ্রান্তি কালো।

শিক্ষক হলো দিপ্ত প্রদীপ,
তার ফুৎকারে নেভে অমানিশা,
আমরন তারে দাও সম্মান
রাখো স্মরণে পাবে দিশা।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
Pijush Kanti Das
1 year ago

ছন্দ কাটলেও ভালোই লাগলো।