5/5 - (3 votes)

স্বাধীনতা এক ইতিহাস ভোলার নয়
বেঁধেছিল দামামা এক রক্ত ত্রাসী
রক্তে রঞ্জিত ছিল ভূমি
আকাশ ছিল অস্তমিত।

বাংলার আনাচে-কানাচে একই প্লাটফর্মে
লোচন জলে ভেসে ছিল
কত মা বোনের কান্নায়।
কত লাঞ্ছিত হলো
হিংস পিচাশ পাক হায়নার হাতে।

চারদিকে শুধু লাশ
আর বারুদের গন্ধ।
হঠাৎ জেগে উঠল দুর্জয়-দুর্বার এক স্বপ্ন
বাঙালির স্বপ্নে মর্মস্পর্শী হৃদয়ে
জাতির ভাগ্য ললাটে রাজ তিলক
বঙ্গবন্ধুর বজ্রধ্বনিতে
জেগে ওঠে বাংলাদেশ ।

পরাধীনতার শৃংখল, মুক্তির প্রবল
প্রত্যাশা বাংলার আবাল, বৃদ্ধা, বনিতার
সংগ্রাম সুচনার, ইতিহাস রচনার
ঝাঁপিয়া পড়ল অরুণ, তরুণ, বীর
শহীদ হলো ত্রিশ লক্ষ বীর
গড়লো বাংলাদেশ হলো স্বাধীনতা
নিভে গেল সে ভয়াল রাত গুলো।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
ABID HASAN
ABID HASAN
1 year ago

thanks

ABID HASAN
ABID HASAN
1 year ago

অসাধারণ