আকাশ ঘনিয়া মেঘ
এলো ছুটে বৃষ্টি,
রাজপথে ডাবা নলে
হল ক্ষতির সৃষ্টি।
দিন ভর টুপ টাপ
নেই যেন ক্ষান্ত,
দূর্ভোগে যাত্রিরা
হলো সবে ক্লান্ত।
টুপ টাপ ঝুপ ঝাপ
আসে যখন বৃষ্টি,
বাতায়নের ফাঁকে বসে
খুকি দেয় দৃষ্টি।
বৃষ্টি মনে আনে তৃপ্তি
আচানক দেয় ছুঁয়ে
ছিমছিম পরশ বুলে
হৃদয়ে আনে স্বস্তি ।
বৃষ্টি নয়াভিরাম প্রকৃতি
দিপ্রহর আকাশ জুড়ে
আঁচলে মেঘের কেশে
থাকে নয়ন জুড়ে।