5/5 - (2 votes)

সোনার বাঙলায় সুখ আজ মৃত
পথ-প্রান্তর প্রাণহীন নিস্তব্ধ,
মধ্য রাত্রের আঁধারে নিমজ্জিত
প্রতি মুহুর্ত কাটে উৎকন্ঠায়।

শোকে কাতর নগর-গ্রাম
জনহীন নগর যেন,
দূরবর্তী গ্রামের প্রাণহীন সন্ধ্যা।

নিস্তব্ধ নগরী আতঙ্কগ্রস্ত
সোডিয়াম বাতির আবছা আলেয়া
ব্ল্যাক’আউট ঘোটা শহর
যেন রোজ কেয়ামত।

রাজপথে সাহসী শ্লোগান নেই
সাহসী জনতার স্রোত কৃষ্ণ বিবরে,
মিছিলে শুধুই লাশের আনাগোনা ;

লঞ্চ-স্টিমার বাস বন্ধ
খোলা শুধু শ্রমিকের কারখানা
শোক-দিবস, শতবর্ষের পূর্তি
ভোট ডাকাতি সব আছে,
বন্ধ শুধু প্রজন্মের পাঠশালা।

শহীদের সাথী হীন রাজপথ
মৃত্যুপুরী নগর-গ্রাম
সবুজ শ্যামল বাঙলা
আজ যেন সাজানো কবর।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments